ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ৯:৩৪ পূর্বাহ্ন

আমরা সততা ও নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসি: মিনু

  • আপডেট: Friday, February 7, 2025 - 9:35 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে যুদ্ধে উদ্বুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। এই দেশের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। আমরা জাতীয়তাবাদকে বুকে লালন করে সততা ও নিষ্ঠার সাথে দেশকে ভালোসি।

শুক্রবার বিকেলে নগরের ২৯ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে দেশ পরিচালনা করে দেশের উন্নয়ন করেছেন। এখন আমাদের নেতা তারেক রহমানও দেশ ও দেশের মানুষকে ভালবেসে ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে ব্যাপক ভূমিকা রেখেছেন। আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল অপরিসীম। জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাহস যুগিয়েছেন।

বর্তমানে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলের দোয়ায় বিদেশে চিকিৎসা নিচ্ছেন। বিদেশে চিকিৎসা শেষে তিনি খুব দ্রুত দেশে ফিরবেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বেগম জিয়াকে নানাভাবে নির্যাতন ও মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্র সফল হয়নি। বেগম খালেদা জিয়া এখন সকলের দোয়ায় চিকিৎসা নিচ্ছেন। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন যাতে তিনি আল্লাহ তায়ালার ইচ্ছায় খুব দ্রুত চিকিৎসা শেষ করে দেশে ফিরতে পারেন।

দোয়া মাহফিলে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের উপস্থিতি দেখে খুব খুশি হয়েছি। বিগত সময়ে আপনাদের সেবা করেছি। আল্লাহ চাইলে আবারো আপনাদের সাথে দেখা হবে। সবশেষে তিনি পবিত্র রমজান মাসের রোজা পালনের দাওয়াত সবাইকে দেন। সবাইকে ইবাদত বন্দেগীতে রমজান কাটানোর আহ্বান জানান বিএনপি’র জনপ্রিয় এই নেতা ।

২৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রফেসর ড. নেছার উদ্দিন, জিয়া পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি রুয়েটের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আখতার হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন রিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এদিকে বিকেলে নগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুরুস্কার বিতরনি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি চিলেন সাবেক সিটি মেয়র ও বিএনপি কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসদ্দেক হোনে বুলবুল, মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি ও ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব।