ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৭:২৮ পূর্বাহ্ন

আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

  • আপডেট: Friday, February 7, 2025 - 8:19 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ‘এক ভূবন এক ভাষা, চাই সাবজনীন ইশারা ভাষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়েছে।

শুক্রবার উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০.৩০ মিনিট সময়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নিবাহী অফিসার কামাল হোসেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার পি এম কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দীন টগর, সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার সহ উপজেলা পরিষদের সকল অফিসারগন ও উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সকল অফিসার/কমচারী, উপকার ভোগী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।