ঢাকা | মে ১৩, ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নাামেন্টের উদ্বোধন

  • আপডেট: Friday, February 7, 2025 - 7:49 pm

তানোর প্রতিনিধি: জাতীয় সংগীত ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে রাজশাহীর তানোরে দুই দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর সাইফুল ইসলাম হীরক।

শুক্রবার সকালে তিনি তানোর পৌর এলাকার তালন্দ ফুটবল মাঠে সমাসপুর একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রিকেট টুর্নাামেন্টে উদ্বোধন করেন।

সমাসপুর একতা সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন, ওয়ার্ড যুবদলের নেতা বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান মিঠু প্রমুখ।

তত্ত্বাবধান ও খেলা পরিচালনা করেন কৃষি ব্যাংক রাজশাহীর সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক ও মনিরুল ইসলাম। এসময় বিপুল সংখ্যক ক্রীড়া মোদীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন মোহনপুর মৌগাছী বনাম বাগমারা অন্তর রাইডার্স।

খেলায় ৮টি দল অংশ গ্রহণ করবে। শনিবার বিকালে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সাংসদ পদে বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক।

Hi-performance fast WordPress hosting by FireVPS