ঢাকা | মে ৭, ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

শিরোনাম

সাংবিধানিক স্বীকৃতি আদায়ে আদিবাসী ঐক্য মঞ্চ

  • আপডেট: Thursday, February 6, 2025 - 8:49 pm

স্টাফ রিপোর্টার: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির এক দফা দাবিতে উত্তরবঙ্গের ১৬টি সংগঠনের সমন্বয়ে আদিবাসী ঐক্য মঞ্চ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এর আত্মপ্রকাশ হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

যে ১৬টি সংগঠন এই ঐক্য মঞ্চে রয়েছে সেগুলো হলো- উত্তরবঙ্গের আদিবাসী সুশীল সমাজ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, আদিবাসী মুক্তি মোর্চা, বাংলাদেশ মুন্ডা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ওরাঁও কালচারাল ফোরাম, বাংলাদেশ আদিবাসী সংঘ, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, পাহাড়িয়া পরিষদ, পাহাড়িয়া ছাত্র পরিষদ, পাহাড়িয়া বাইশি পরিষদ, মাহালে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, আদিবাসী ছাত্র পরিষদ, আসারু, সান্তাল ছাত্র ঐক্য ও মাহলে স্টুডেন্ট কাউন্সিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং ভাষা, সংস্কৃতি সংরক্ষণ ও আত্মবিকাশের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা উত্তরবঙ্গের আদিবাসী সংগঠনগুলোর ঐক্যের ভিত্তিতে আদিবাসী ঐক্য মঞ্চ গঠন করলাম।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় এবং বৈষম্যহীনতার আদর্শে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা আবশ্যক। তাই আমরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজপথে আন্দোলনে থাকার ঘোষণা করলাম।’

Hi-performance fast WordPress hosting by FireVPS