ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৮:০৮ অপরাহ্ন

চাঁপাইয়ে আ’লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • আপডেট: Thursday, February 6, 2025 - 7:35 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: শেখ হাসিনার ভাষনের প্রতিবাদে সারাদেশে বুধবার রাত থেকে যে বুলডোজার কর্মসূচি পালিত হচ্ছে; এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষুদ্ধ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি’র ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজেরে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ওয়ালটন মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় বিক্ষুদ্ধ ছাত্রজনতা হাতুড়ি, শাবল, লোহার রড় দিয়ে ভাঙচুর চালায়। পরে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল ওদুদের ঝিলিম রোড ও হুজরাপুরস্থ ২টি অফিসও ভাঙচুর করা হয়।

এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম ও সদস্য সচিব সাব্বির রহমান জানান, ভারতে পালিয়ে যাওয়ার পরও দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছেন স্বৈরশাসক শেখ হাসিনা।

দেশ থেকে পালানোর পরেও কখনো ভিডিও বার্তায় আবার কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। আর এসব অপতৎপরতা দেশের ছাত্রজনতা মেনে নেবে না। তাই বিক্ষুদ্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

তারা আরও জানান, আওয়ামী লীগ যদি আমাদের বাধা প্রদান করে তার জন্য আমরা প্রস্তুত আছি। এই দেশে কোন মুজিবাদ থাকবে না; আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না; যতদিন না পর্যন্ত গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না হবে ততদিন তারা রাজনীতি করতে পারবে না।

এ ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। তারা কোন ষড়যন্ত্র করলে আমরা আবারো ফ্যাসিবাদ বিরোধী শক্তি একসাথে মিলে তাদের মোকাবেলা করা হবে। এর আগে গত ৪ ও ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের একই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।