ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ১:৪০ পূর্বাহ্ন

কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা

  • আপডেট: Thursday, February 6, 2025 - 7:00 pm

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকার ইন্টারকন্টিনেন্টাল উইন্টার গার্ডেনে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেলো Glow & Beyond by Glow & Lovely. এটি ছিলো গ্লো অ্যান্ড লাভলী’র নতুন ইনোভেশন গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

এতে আমন্ত্রণ জানানো হয় ফারহানা বিথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ দেশের জনপ্রিয় প্রায় ৪০ জন নারী ইনফ্লুয়েন্সারদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লো অ্যান্ড লাভলি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং হোস্ট হিসেবে ছিলেন সারাহ আলম।

শুরু থেকেই গ্লো অ্যান্ড লাভলী সকল নারীদের আস্থা অর্জন করে নিয়েছে। গ্লো অ্যান্ড লাভলী সবসময়ই নারীদের সাথে থেকে তাদের কথা বলে। সৌন্দর্য রক্ষায় এই ব্র্যান্ডটি প্রতি বছরই নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নারীদের উপহার দিয়ে আসছে। গ্লো অ্যান্ড লাভলী নারীদের স্কিন কেয়ারের সাথে আলট্রা ব্রাইট গ্লো’র কথা মাথায় রেখেই প্রথমবারের মতো এনেছে গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম।

স্কিন কেয়ারের বিশেষ উপাদান নায়াসিনামাইডের সাথে এই সিরাম দিবে ৪গুণ বেশি গ্লো, মানে “আলট্রা ব্রাইট গ্লো”। বিকেল ৩টার পর থেকেই অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের আড্ডা জমে ওঠে। তাদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিলা নূর ও সারাহ আলম।

গ্লো অ্যান্ড লাভলীর শুরুর দিকের গল্প, নারীদের পাশে থাকার গল্প ও ইনফ্লুয়েন্সারদের সাথে স্কিন কেয়ার এনগেজমেন্টের মধ্য দিয়ে গ্লো অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর সবার মাঝে অ্যানাউন্স করেন নতুন প্রোডাক্ট গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম-এর নাম।

ভিন্নধর্মী অ্যারেঞ্জমেন্ট এবং ইভেন্ট প্ল্যান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। গ্লো অ্যান্ড লাভলীর সাদা ও পিংক রঙের থিমের আবহ ছিলো পুরো অনুষ্ঠান জুড়ে। ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সাররা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং সারাহ আলম-এর উপস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়।

গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম-এর মোড়ক উন্মোচনের এই ইভেন্টের ছবি, ভিডিও ক্লিপস তৈরি করতে শুরু থেকে আমন্ত্রিত ছিলেন সবার পরিচিত স্পেস মিডিয়া প্রোডাকশন থেকে সাইফ এবং টিম। সবশেষে সাবিলা নূর ইউনিলিভার বাংলাদেশকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় ।