ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৪:৩২ পূর্বাহ্ন

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া সেই আ’লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, February 5, 2025 - 7:10 pm

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবসহ দু’জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

বুধবার সকাল সাতটার দিকে সুজানগর উপজেলার মথুরাপুর দোপপাড়ার একটি বাড়ি থেকে তাকে ও তার সহযোগী রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের নেতৃৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা সদরের মথুরাপুর দোপপাড়ার আনিছুর রহমান ওরফে আনছু নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকে (২২) গ্রেপ্তার করা হয়। রাব্বি সুজানগর উপজেলা সদরের মাস্টার পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন আরও জানান, এর আগে গত রোববার বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় জয় বাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থক স্থানীয় নেতাকর্মীরা।

ওই ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৫ জন নামীয় ও দুই থেকে তিনশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ ১১ জনকে মামলায় গ্রেপ্তার করে।