ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৫ - ৫:৫১ পূর্বাহ্ন

পোরশায় মাদক ব্যবসায়ী ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

  • আপডেট: Tuesday, February 4, 2025 - 7:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ইউছুপ আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ী ও বিস্ফোরক মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- গোপালগঞ্জ (বড়বাগান) গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে ও বর্দ্দপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রফিকুল ইসলাম (৩৩)।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমিত কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইউছুপকে তার বাড়ির সামনের রাস্তা থেকে এবং ২০২৪ সালের এক বিস্ফোরক মামলায় রফিকুলকে বর্দ্দপুর এলাকা থেকে আটক করা হয়। আটকৃতদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।