বত্রিশে পা দিল সোনালী সংবাদ

স্টাফ রিপোর্টার: নানা চড়াই-উৎরাই পেরিয়ে সোমবার ৩ ফেব্রুয়ারি বত্রিশ বছরে পা রাখলো রাজশাহীর সর্বাধিক প্রচারিত গণমানুষের পত্রিকা দৈনিক সোনালী সংবাদ।
ঢাকা শহরের বাইরে রাজশাহীর মত মফস্বল অঞ্চল থেকে একটি কাগজের দীর্ঘ এই পথচলা কোনক্রমেই মসৃণ ছিল না। প্রতিষ্ঠার শুরু থেকেই পাঠকপ্রিয়তা পায় দৈনিক সোনালী সংবাদ।
ঝকঝকে ছাপার কারণেই শুধু নয়, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতাই পত্রিকাটিকে রাজশাহী অঞ্চলের শীর্ষ পত্রিকা ও গণমানুষের মুখপত্রে পরিণত করেছে। সে অবস্থানই অটুট রয়েছে এই দীর্ঘ সময়।
মহান মুক্তিযুদ্ধের চেতনা লালন করে প্রগতিশীল ধারা বজায় রাখতে সোনালী সংবাদ প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পত্রিকাটি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। কর্মরত সাংবাদিক ও সব বিভাগের কর্মী ছাড়াও পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার কারণেই সোনালী সংবাদ দীর্ঘ পথপরিক্রমায় এ অঞ্চলের গণমানুষের মুখপত্র হিসেবে টিকে আছে। ৩২ বর্ষে পদার্পণের মাহেন্দ্রক্ষণে অনুসৃত ভূমিকায় অটল থাকার দৃঢ় অক্সগীকার করছে সোনালী সংবাদ পরিবার। পত্রিকার জন্মদিন উপলক্ষে শুভাকাক্সক্ষী সকলের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা।
এদিকে দৈনিক সোনালী সংবাদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বরভাবে উদযাপন করা হবে। সোমবার সন্ধ্যা ৬টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মোড়স্থ পত্রিকার প্রধান কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে সোনালী সংবাদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
এর আগে কাগজের সঙ্গে যুক্ত সকল প্রয়াত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের শ্রদ্ধার সাথে স্মরণ এবং পত্রিকার উজ্জ্বল আগামীর জন্য দোয়া করা হবে। বিশেষ এই দিনে সকলের কাছে শুভকামনা প্রত্যাশী দৈনিক সোনালী সংবাদ।
সোনালী/জগদীশ রবিদাস