ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৫ - ৩:৪১ পূর্বাহ্ন

লালপুরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, February 1, 2025 - 7:55 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ সময় পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি গোপালপুর পৌরসভার বাহাদিপুর গ্রামের যুগলের ছেলে সুকুমার (৩০)

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনার সহিত জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।