নগরীতে ছাত্রদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছ ছাত্রদল।
শনিবার বিকেলে নগরীর সরকারি সিটি কলেজ সামনে থেকে ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর মনিচত্তর, জিরোপয়েন্ট হয়ে কুমারপাড়া মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় ছাত্রদল নেতা লিমন বলেন, খুনী আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যে কোন নৈরাজ্যমূলক কর্মসূচী প্রতিহত করা হবে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের কর্মসূচী স্বাধীন দেশের মাটি পালন করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন। তিনি দ্রব্য মূল্যের দাম কমানোর জন্য সরকারের কাছে দাবীও জানান।
পথসভা থেকে আজ রোববার দরিখরবোনা মোড়ে সকাল ১১টায় রাজশাহী মহানগর ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানার অবস্থান কর্মসূচি ঘোষনা করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাফি, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিক জামিল অর্ক, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাসিদুল ইসলাম সাকিল, আশিকুল আলম তুষার, ইফতেখার আল মামুন, পিয়াস, সুজন রেজা, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সিফাত আলম রোহান, সাদকাতুর রহমান জিদান, মাহী, ববিন, সোহান, মুয়িত, ইফাত, সবুজ, সজিব, সিফাত, ফাহিম, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা সিহাব, মাসুদ, মারুফ, মুন্না, আনাস ও হাসিবুরসহ নেতৃবৃন্দ।