ঢাকা | মে ১৬, ২০২৫ - ৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিজনেস কমিউনিটির সাথে আইপিডিসি’র বিশেষ আলোচনা সভা

  • আপডেট: Sunday, January 26, 2025 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র আয়োজনে সাশ্রয়ী বাসস্থান এবং ক্ষুদ্র-মাঝারি ব্যবসার (এসএমই) উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে রাজশাহী নগরীর একটি তারকা হোটেলে এ সভার আয়োজন করা হয়। সভায় অর্থনীতি, শিক্ষা, ব্যবসা এবং শিল্প নেতারা রাজশাহীর অর্থনৈতিক উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা করেন।

সভায় মূল আলোচ্য বিষয় ছিল সাশ্রয়ী হোম লোন, এসএমই ব্যবসার সম্ভাবনা এবং অঞ্চলের সামাজিক উন্নয়ন চাহিদা।

সভায় রাজশাহীর অর্থনৈতিক অগ্রগতির অনন্য সম্ভাবনার ওপর বিশেষ জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বিনিয়োগ ও সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো, যেমন: ব্যবসায়িক সুযোগ, স্থানীয় ব্যবসায়িক সম্প্রদায়ের প্রয়োজনীয়তা এবং সামাজিক উন্নয়ন, সাশ্রয়ী বাসস্থান ও এসএমই বৃদ্ধির প্রয়োজন তুলে ধরেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ বলেন, দেশের ইকোনমিক ল্যান্ডস্কেপে রাজশাহীর কৌশলগত গুরুত্ব অপরসীম বলে আমি মনে করি। সম্মিলিত প্রচেষ্টা ও ফাইন্যান্সিয়াল লিটারেসি বৃদ্ধির মাধ্যমে আমরা এসএমই সেক্টরের ক্ষমতায়ন এবং রাজশাহীবাসীর জন্য সাশ্রয়ী বাসস্থান নিশ্চিতে সক্ষম হবো।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, নিঃসন্দেহে রাজশাহী অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। এসএমই ও সাশ্রয়ী বাসস্থানের জন্য কৌশলগত সহায়তার মাধ্যমে আমরা এই অঞ্চলে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি আনতে পারবো। এই সভার আয়োজনে এবং দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিতে অংশীদার হতে পেরে আইপিডিসি গর্বিত। খুব শীঘ্রই রাজশাহীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হবে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, রাজশাহীবাসীর জন্য সুযোগ ও সম্পদের মধ্যকার ব্যবধান দূর করাই আমাদের প্রধান লক্ষ্য। সাশ্রয়ী বাসস্থান ও এসএমই ফাইন্যান্সিংয়ের মতো চ্যালেঞ্জ সমাধানের মাধ্যমে আমরা একটি সাস্টেইনেবল ইকোসিস্টেম গড়ে তুলতে চাই।

সভায় বাংলাদেশ ব্যাংক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ সিল্ক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াকত আলী, উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রোজেটি নাজনীনসহ বিভিন্ন উল্লেখযোগ্য সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন এবং বিসিক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অংশীদাররা সাশ্রয়ী বাসস্থান, এসএমই ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ ও কৌশলগত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। যথাযথ আর্থিক সমাধান ও নীতিগত সহায়তার মাধ্যমে রাজশাহী একটি সমৃদ্ধ ব্যবসায়িক ও অর্থনৈতিক কেন্দ্র হিসাবে রূপান্তরিত হতে পারে, যা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে বলে সবাই আশা করছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS