ঢাকা | মে ১৯, ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

কোল চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ

  • আপডেট: Sunday, January 26, 2025 - 7:19 pm

প্রেস বিজ্ঞপ্তি: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোল সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি বিলুপ্তি ও অন্যান্য ঐতিহ্য বিলীন হবার পথে।

এজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় অডিও, ভিডিও নির্মাণের উদ্দেশে কোল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি শুক্রবার থেকে ২৫ জানুয়ারি শনিবার পর্যন্ত দুইদিন ব্যাপী চাঁপাইনবাবগঞ্জের শিল্টিপাড়া ঝিমলিতে এ প্রশিক্ষণ কর্মশালা, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কোল সম্প্রদায়ের ২০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচালাল একাডেমি। একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং প্রধান অতিথি থেকে প্রশিক্ষণাথীদের সনদ প্রদান করেন।

চাপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিনস হাঁসদা, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন দিলু, সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন, পরিমল এক্কা প্রমুখ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS