ঢাকা | মে ১৭, ২০২৫ - ৮:০২ অপরাহ্ন

শিরোনাম

হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

  • আপডেট: Sunday, January 26, 2025 - 8:59 pm

স্টাফ রিপোর্টার: বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া হয়েছে।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার ফারজানা ইসলাম। এসময় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলমসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৩৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ৩৬ টি মোবাইল ফোনের মধ্যে ৩টি ভিভো ব্র্যান্ডের, ৩টি অপ্পো, ৭টি স্যামসাং, ১টি ওয়ান প্লাস, ১০টি শাওমি, ৫টি রিয়েলমি, ২টি ইনফিনিক্স, ২টি ওয়ালটন, ২টি টেকনো ও ১টি সিম্ফনি ব্র্যান্ডের।

এসময় পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের কাছে উদ্ধার হওয়া ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

এদিকে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা অনেক খুশি।

তারা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তারা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS