ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অবস্থান কর্মসূচি

  • আপডেট: Sunday, January 26, 2025 - 9:19 pm

সোনালী ডেস্ক: দেশের চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবীতে গত শনিবার থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করেছে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ব্যানারে শিক্ষক- শিক্ষিকারা প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

তারা দাবি করেন, ২০১৩ সালে জাতীয়করণের সময় সারা দেশে কিছু বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়েছিল।

এই বিদ্যালয় গুলোতে এখনও পাঠদান চলমান রয়েছে। বেতন না পাওয়ায় এই সমস্ত বিদ্যালয়ের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। তারা এই বিদ্যালয়গুলোকে অবিলম্বে জাতীয়করনের দাবী জানান।