ঢাকা | মে ১৭, ২০২৫ - ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম

বেঁকে গেছে রেললাইন, রক্ষা পেল রাজশাহীর বনলতা এক্সপ্রেস’র ১২শ যাত্রী

  • আপডেট: Sunday, January 26, 2025 - 9:22 pm

সোনালী ডেস্ক: ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় রেললাইন বাঁকা হয়ে গেলে সেখানে লাল পতাকা দেখে চালক দ্রুত ব্রেক কষে দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা করেন।

রোববার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী জানান। স্থানীয়রা জানান, ‘বনলতা এক্সপ্রেস’ এর আধা ঘণ্টা আগে আরেকটি ট্রেন এই লাইন অতিক্রম করে।

পরে রেলের কর্মীরা দেখতে পান, ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেললাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে স্লিপার লক ভেঙে সরে গেছে। এটা দেখে রেলের নিরাপত্তা কর্মীরা বেঁকে যাওয়া রেললাইনের পাশে লাল পতাকা টানিয়ে দেন। পাশাপাশি তারা দুই দিকের স্টেশন কর্তৃপক্ষকেও বিষয়টি জানান।

কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন সেই বার্তা পায়নি। দ্রুতগামী ট্রেনটিতে ১২০০ যাত্রী ছিল। চালক ধীরাশ্রম রেলওয়ে স্টেশন অতিক্রম করে কিছু দূর এগিয়ে রেললাইনের উপর লাল পতাকা দেখতে পান। বিপদ চিহ্ন দেখে চালক ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়। ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, “ধীরাশ্রম এলাকায় এসে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে নির্দেশ দিলে ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তা কর্মীদের কাছ থেকে ঘটনাটি জানতে পারি।”

এক প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, “কীভাবে রেললাইনের স্লিপারের লকগুলো খুলে গেল এবং রেললাইন বাঁকা হয়ে গেল তা বোঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন এলে বিষয়টি জানা যাবে।”

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, “ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইনবাগঞ্জগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি সেখানে আটকে আছে।

লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে। “এ ঘটনার কারণে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

Hi-performance fast WordPress hosting by FireVPS