ঢাকা | মে ১৭, ২০২৫ - ৭:২১ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশে কর্মবিরতির হুশিয়ারি রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের

  • আপডেট: Saturday, January 25, 2025 - 7:00 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) কর্মবিরতি পালনের লক্ষ্যে শনিবার সকাল ১০টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

আগামি ২৮ জানুয়ারিকে সামনে রেখে রেলওয়ে সর্বস্তরের রানিং স্টাফদের অনির্দিষ্টকালে কর্মবিরতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরসনের আহ্বান জানান। আগামী ২৭ ও ২৫ জানুয়ারির মধ্যে রানিং স্টাফদের “পার্ট অব পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করবে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই)।

সারাদেশে চলবে না কোন ট্রেন এবং ‘ট্রেনের চাকা ঘুরবে না রেলগাড়ি চলবে না’ এ স্লোগানকে সামনে রেখে আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিলে কর্মসূচি ঘোষণা করেন। গতকাল সকালে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন, কুঁড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুঁড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে আন্দোলনরত বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) নেতাকর্মীরা ও কর্মচারীরা বিক্ষোভ মিছিলে ফেঁটে পড়ে এবং কর্মসূচির লিফলেট, পোস্টার বিতরণ করেন।

মিছিল শেষে রেলওয়ে স্টেশন মাষ্টারের অফিসের সামনে সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) এর নেতা বি. এম শহিদুল আলম রানা, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই)’র সভাপতি সাইফুল আজম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার হোসেন, গার্ড রানিং ঐক্য পরিষদের নেতা সাইফুল ইসলাম ও রায়হান মোস্তাফিজ রাজুসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

তারা বক্তব্যে আরো বলেন, এই সরকারের আমলে নতুন কোন দাবি করছে না এবং ১৬০ বছরের অধিক সময় ধরে পেয়ে আসা অধিকার খর্ব করায় গত আওয়ামী লীগ সরকারের শাসন আমল থেকে আন্দোলন ও প্রতিবাদ করে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারকেও ৩ বার সময় দেয়া হয়েছিল। যা এখনও বাস্তবায়ন হয়নি।

Hi-performance fast WordPress hosting by FireVPS