রাজশাহীতে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় নার্সারী হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি ৮৫জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তির অর্থ আনুষ্ঠানিকভাবে শনিবার বিকাল ৩টায় নগরীর উপশহর মডেল মসজিদ মাঠ প্রাঙ্গনে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির চেয়ারম্যান দৈনিক সোনালী সংবাদ সম্পাদক মোঃ লিয়াকত আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির মহাসচিব রফিকুল আলম।
মহানগরীতে ট্যালেন্টপুলে ৮জন, জেনারেল গ্রেড ১৪জন ও স্পেশাল গ্রেডে ২৪জন সহ মোট ৪৬জন কৃতি শিক্ষার্থী, দূর্গাপুর উপজেলায় ট্যালেন্টপুলে ১জন, জেনারেল গ্রেড ৪জন ও স্পেশাল গ্রেডে ১৪জন সহ মোট ১৯জন ও গোদাগাড়ী উপজেলায় ট্যালেন্টপুলে ১জন, জেনারেল গ্রেড ৪জন ও স্পেশাল গ্রেডে ১৫জনসহ মোট ২০জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
নগরীর সর্বাধিক বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানের স্বীকৃতি পুরষ্কার প্রথম স্থান অর্জন করে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী শাখা, দ্বিতীয় স্থান ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ও স্কুল হরিয়ান, রাজশাহী এবং তৃতীয় স্থান অর্জন করে শাহীন স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমী রাজশাহী শাখা। দূর্গাপুর উপজেলার সর্বাধিক বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানের স্বীকৃতি পুরষ্কার প্রথম স্থান অর্জন করেন আলহাজ¦ মকবুল হোসেন ল্যাবরেটরী স্কুল, দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হলিহেরা একাডেমী ও আমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গোদাগাড়ী উপজেলার সর্বাধিক বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানের স্বীকৃতি পুরষ্কার প্রথম স্থান অর্জন করে মর্নিং স্টার সেমি ইংলিশ মিডিয়াম স্কুল, দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান কুমরপুর হযরত শাহ আলী কুলি বেগ (রহ:) কিন্ডার গার্টেন ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পুরষ্কার অর্জন করে গোদাগাড়ী ফুলকুঁড়ি একাডেমী।