ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৫ - ৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ

  • আপডেট: Saturday, January 25, 2025 - 7:55 pm

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে স্বামী-স্ত্রীকে মারধরের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘাসিগ্রাম ইউপির মেলান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ ও ভুক্তভুগি সূত্রে জানা যায়, মেলান্দি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রহমান (৩৭) তার নিচু জমিতে মাটি দিয়ে ভরাট করছিলেন।

এটা দেখে একই গ্রামের আজিদ আলীর ছেলে রাজ্জাক আলী (৩৭) বলে এখানে আমারো জমি আছে। তখন আব্দুর রহমান শান্তভাবে রাজ্জাক’কে বলে এখন এখন যেহেতু মাটি পাওয়া যাচ্ছে তাই মাটি ভরাট দিয়ে নিই, পরে মাপযোগ করে নিলেই হবে।

এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক আব্দুর রহমানকে মারধর করে শুরু করে। সে সময় আব্দুর রহমানের স্ত্রী ফাহিমা বেগম (৩২) তার স্বামীকে আগাতে আসলে তাকেও মারধর করা হয়।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আছের আলী বলেন, মারধরের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।