বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অভিযোজন সম্প্রসারনে রাজশাহী অঞ্চলের কার্যক্রম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালক ও মেকানিকদের দুদিনব্যাপী প্রশিক্ষণ রাজশাহীর তানোর উপজেলার চকরতিরাম গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ ও ২৪ জানুয়ারি এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা বিভাগ বরেন্দ্র কেন্দ্র রাজশাহীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী উপপরিচালক মোছাঃ উম্মে সালমা।
বিশেষ অতিথি ছিলেন বারি গাজীপুরের এফএমপিই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের প্রাক্তন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনজুরুল হক, বরেন্দ্র কেন্দ্র রাজশাহীর এসএসও ড. মুহাম্মদ এনায়েত আলী প্রামানিক এবং তানোর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল্লাহ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ড. মোহাম্মদ এরশাদুল হক।
অনুষ্ঠানে তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০জন কৃষি যন্ত্রচালক ও মেকানিক হাতে-কলমে দুই দিনব্যাপী বারি সিডার, বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি তেল নিষ্কাশন যন্ত্র চালানোর ও মেরামত এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কৃষির উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণের গুরুত্ব অপরিসীম। এজন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ৫৫ ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে। এ বিষয়ে সরকার নিবিড় কর্মসূচি হাতে নিয়েছে। ভর্তুকির মাধ্যমে জেলায় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রয়েছে। সরকারের তরফ থেকে যে ১৫ ধরনের কৃষি যন্ত্রপাতির ভর্তুকি দেওয়া হচ্ছে তার মধ্যে ৮ ধরনের বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিও ভর্তুকির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। যে সমস্ত কৃষক এই যন্ত্রগুলো পাচ্ছে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার এ কার্যক্রমটি খুবই কার্যকর বলে উল্লেখ করেন তিনি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে জানানো হয়, বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক ও মেকানিক তৈরি করার কার্যক্রম চলমান আছে। সারাদেশের ১০টি জেলার ২০টি উপজেলায় এফএমডিপি প্রকল্পের কার্যক্রম চলছে। বারি উদ্ভাবিত আলুর রোপন যন্ত্র ও আলু উত্তোলন যন্ত্র চালনা মেরামত ও রক্ষণাবেক্ষণের উপরে হাতে-কলামের প্রশিক্ষণ দেওয়া হয়। বারি সোলার পাম্প এর দ্বারা বিনা খরচে রৌদ্রজ্জল দিনে পানি সেচ দেওয়া সম্ভব।
এছাড়াও বারি এক্সিয়াল ফ্লো পাম্প যন্ত্র চালনা করে কৃষকদেরকে দেখানো হয়। যার মাধ্যমে সমপরিমাণ তেল ব্যবহার করে প্রচলিত সেচের চেয়ে দুই থেকে তিন গুণ পানি সেচ দেওয়া সম্ভব। দুইদিন ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে এলএসপিরা যন্ত্রচালনার বিষয়ে আত্মবিশ্বাস অর্জন করেন।