ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৫ - ৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

  • আপডেট: Saturday, January 25, 2025 - 7:10 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফুলপুর গ্রামের কৃষক নওশাদ আলীর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কৃষক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা ইউনিয়নের ফুলপুর মৌজায় আরএস ১৯৭ নং খতিয়ানে ২৬১ নং দাগে ফুলপুর গ্রামের কৃষক নওশাদ আলীর পৈত্রিকসূত্রে প্রাপ্ত ১১ শতক জমি সম্প্রতি উত্তর ফুলপুর গ্রামের এনামুল হক ও তার ভাই আয়নাল হক জোরপূর্বক দখলের চেষ্টা করেন।

এই ঘটনায় নওশাদ আলী গত ২ অক্টোবর আদালতে মামলা করলে ওই জমিতে ১৪৪ ধারা জারি করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোমেনুর রহমান গত ৯ অক্টোবর উক্ত জমিতে কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে অবগত করেন।

কিন্তু আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার এনামুল হকের নেতৃত্বে ১০-১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নওশাদ আলীর বাড়িতে হামলা চালিয়ে তার পরিবারের লোকজনকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রেখে ওই জমিতে ইট দ্বারা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে।

এ সময় ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হলে তাৎক্ষনিকভাবে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে নওশাদ আলীর পরিকবারকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়।

এ বিষয়ে থানার ওসি তৈহিদুল ইসলাম বলেন, ওই বিরোধপূর্ণ জমিতে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আদালতের নির্দেশ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রকে নির্দেশ দেয়া হয়েছে।