ঢাকা | মে ১৬, ২০২৫ - ৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতা কর্মী আটক

  • আপডেট: Saturday, January 25, 2025 - 7:22 pm

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল বেড় করে আতংক সৃষ্টি করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন কাদের জানান, গত শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বেড় করে শ্রীকোল ব্রিজে গিয়ে শেষ হয়।

ঘটনার পর পুলিশ গতকাল শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করে।

আটককৃতরা হলো-আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্প পাড়ার শাজাহান খানের ছেলে শাওয়ন রেজা খান (৩২), নতুন পাড়ার আব্বাস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল এলাকার মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩১) মৃত জনাব আলীর ছেলে তপু রায়হান (৩৫), বিল্লাল মৃধার ছেলে শাকিল মৃধা (১৭)।

Hi-performance fast WordPress hosting by FireVPS