ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৫ - ৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম

নিরসন করা হলো বসন্তপুর বিলের জলাবদ্ধতা

  • আপডেট: Saturday, January 25, 2025 - 6:50 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের তৎপরতায় বসন্তপুর বিলের কৃষক ও পুকুর মালিকদের মধ্যে সমন্বয় করে এক যুগেরও বেশি সময় পরে নিরসন করা হলো বসন্তপুর বিলের জলাবদ্ধতা।

চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে বিলের কৃষকগণ দীর্ঘদিন ধরে জলবদ্ধতা সমস্যা সমাধানের জন্য প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছিলেন।

এ বিষয়ে দৈনিক সোনালী সংবাদসহ একাধিক পত্রিকায় বসন্তপুর বিলের জলাবদ্ধতার নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিলের কৃষকদের দীর্ঘদিনের সমস্যাটি সমাধানের জন্য তৎপর হয়ে ওঠে উপজেলা প্রশাসন।

এসময় লালপুর উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বাঘা উপজেলা প্রশাসন, পুকুর মালিক, কৃষক ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে গতকাল শনিবার দুপুরে বিলের ২৬ টি পুকুরের পাড় কেটে জলবদ্ধতা নিরসনের এর জন্য কাজ শুরু করা হয়।

এসময় রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বাঘা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, লালপুর থানা পুলিশ, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাজু বাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিএসসি শিক্ষক জুয়েল, ফরিদ উদ্দিন, বিলের পুকুর মালিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

বিলের জলবদ্ধতা নিরসনে সহায়তা করায় নজরুল ইসলাম রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, “দীর্ঘদিন ধরে বিলের কৃষকরা জলাবদ্ধতা সমস্যায় ভুগছিলেন। অবশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্য অংশীজনের সহায়তায় অস্থায়ীভাবে বিলের জলবদ্ধতা নিরসন করা হয়েছে। প্রস্তাবিত বিএডিসির সেচ প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থায়ীভাবে বিলের জলবদ্ধতার সমাধান হবে।