তানোরে পিএফজির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় তানোর কৃষি কর্মকর্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
পিএফজির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্ননের সভাপতিত্বে ও এ্যাম্বসেডর আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর হেলাল উদ্দিন ।
আলোচনা শেষে তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মাসুদকে কো-অর্ডিনেটর ও কলেজ শিক্ষক আব্দুস ছামাদ, জাতীয় পার্টির সভাপতি শামসুদ্দিন মন্ডল, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম এবং তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনিয়া সর্দারকে এম্বাসিডর করে তানোর পিএফজি গঠনতন্ত্র অনুযায়ী পুনর্গঠন করা হয়।
পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও পিএফজির কো-অর্ডিনেটর মাসুদুল আলম মাসুদ, মোহনপুর পিএফজির কো-অর্ডিনেটর আব্দুল আলিম শেখ, জাতীয় পার্টির তানোর উপজেলার সভাপতি ও পিস এ্যম্বাসিডর শামসুদ্দিন মন্ডল, জাতীয়তাবাদী দল কামারগাঁ ইউপি সভাপতি ও পিস এ্যম্বাসিডর জাহিদুল ইসলাম। আলোচনা শেষে জানুয়ারী থেকে মার্চ তিন মাসের পরিকল্পনা করে সভাপতির সমাপনি বক্তব্যর মধ্য দিয়ে ফলোআপ সভা শেষ হয়েছে।