চাঁপাইয়ের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধের বাড়ি তেলকুপি গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে।
হাবিলের পরিবার জানায়, শনিবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে গমের জমিতে সেচের কাজ করছিলেন হাবিলসহ তার ভাই জামাল এবং আরও কয়েকজন।
এ সময় ভারতের বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের বিএসএফের সদস্যরা হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাবিল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে, আহত অবস্থায় স্বজনরা হাবিলকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। জখম গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৮০’র কাছাকাছি বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের গোপালনগর বিএ্সএফ ক্যাম্পের জওয়ানরা এই গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাবিল। এ ব্যাপারে শনিবার দুপুর ১২টার সময় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাখা চাওয়া হয়েছে।
এদিকে, পরিবার ও স্থানীয়রা জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধের ঘটনার কথা বললেও; বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭ থেকে ৮ জন বাংলাদেশি চিহিৃত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড গুলি করে। গুলির শব্দে বিজিবি তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরে আমরা জানতে পারি হাবিল নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সে বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোর সাড়ে ৪টার দিকে কৃষক হাবিল আলী তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিলেও; কেন তিনি ওখানে গেলেন তা গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি আজমত সীমান্তের বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছিল।