ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৫ - ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইয়ে গোল্ডকাপ টুর্নামেন্ট: গোমস্তাপুর চাড়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট: Friday, January 24, 2025 - 7:55 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক) টুর্নামেন্টে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে চূড়ান্ত খেলায় গোমস্তাপুর চাড়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ৪-১ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) তরিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, গোমস্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী প্রমুখ।