ঢাকা | মে ১৯, ২০২৫ - ১০:০৬ পূর্বাহ্ন

বগুড়ায় ভুট্টাবাহী ট্রাক থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট: Friday, January 24, 2025 - 7:22 pm

বগুড়া প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। লালমনিরহাটে ভুট্টাবাহী ট্রাকে বিশেষ কায়দায় গাঁজা নিয়ে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল।

শুক্রবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাহবল এলাকায় অভিযান চালায় র‌্যাব। পরে ট্রাক থামিয়ে তল্লাশি করে ভুট্টার সাথে ২২ কেজি গাঁজা পাওয়া যায়।

মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও ১৬ হাজার ৬০০ কেজি ভুট্টা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা, লালমনিরহাটের আদিতমারি দুরারকুঠি এলাকার তোতা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার আমির আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৭)। তাদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS