ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৫ - ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সিরাজগঞ্জ

  • আপডেট: Friday, January 24, 2025 - 7:10 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: চলতি মৌসুমে দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাড়িতে। কুয়াশা কমে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে।

শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

২৪ ঘণ্টায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। অপরদিকে শুক্রবার জেলার তাড়াশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

এ আবহাওয়া কেন্দ্রে বৃহস্পতিবার সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ২৪ ঘণ্টায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র কমেছে।

এদিকে সকালে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদের আলো ফুটেছে।

তবে ঠান্ডা বাতাস বয়ে চলার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে যমুনা পাড়ের এ জেলাটিতে। তাপমাত্রার এমন তারতম্যের কারণে হাসপাতালগুলো আবার বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।

এর মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী। বাঘাবাডড়ি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, শুক্রবার সকালে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আগামীকাল তাপমাত্রা বাড়তে পারে।