াকা | এপ্রিল ২৩, ২০২৫ - :২২ পূর্বাহ্ন

বাঘায় তারুণ্য মেলায় উৎসবে মেতেছে তরুণরা

  • আপডেট: Wednesday, January 22, 2025 - 7:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মহা উৎসবের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য, হস্তশিল্পী প্রদর্শনী ও পিঠা উৎসব মেলা। এই মেলায় উৎসবে মেতেছে তরুণ-তরুণী শিক্ষার্থীরা। যা দেখতে আসছেন অনেকে। তবে শিক্ষার্থীদের বানানো বাঘার পিঠার স্বাদ কোনদিনই ভুলবেন না বলে কৃতজ্ঞ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে বুধবার সকাল থেকে ‘এসো দেশ বদলায়-পৃথিবী বদলায়’’ স্লোগানের মধ্য দিয়ে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলার মানুষের প্রচীন ও ঐতিহ্য পূর্ণ পিঠা উৎসব এবং হস্তশিলল্প নিয়ে তারুণ্য মেলা। এ মেলার আয়োজন করেছেন বাঘা উপজেলা প্রশাসন।

এতে অংশ নিয়েছেন রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুলের তরুণ শিক্ষার্থীরা। যা দেখতে আসছেন সকল পর্যায়ের মানুষ।

সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার-এর সভাপতিত্বে ফিতা কেটে মেলার শুভ উদ্ভোবন করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, নুরুজ্জামান, লালন উদ্দীন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিরা মেলায় বসানো ৩০টি স্টল পরিদর্শন শেষে স্কুলের বিজয় মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হন। সেখানে শিক্ষার্থীদের কুইজ প্রতিজোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।