ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

প্রতিকূল আবহাওয়া: রাজশাহীর বোরো ও আলু চাষিরা শঙ্কিত

  • আপডেট: Wednesday, January 22, 2025 - 8:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বোরো ও আলুচাষিরা এখন আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বোরো চাষিরা বীজতলার যত্ন নিচ্ছেন ও আলু চাষিরা ড্রেসিং করছেন।

এ অবস্থায় গত দুইদিন যাবত প্রতিকূল আবহাওয়ার কারণে এখানকার বোরোর বীজতলায় কোল্ড ইনজুরি ও আলু চাষিরা লেট ব্লাইটের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন।

আলুচাষি ও কৃষিবিদদের সাথে কথা বলে জানা গেছে, এখন আলু চাষের ভরা মৌসুম। আবাদ নিয়ে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্টরা বলেন, কুয়াশা না থাকা এবং দীর্ঘস্থায়ী শীত আলুর জন্য ভালো। কিন্তু হটাৎ করেই দুইদিন যাবত রাজশাহীতে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। শুরু হয়েছে ঘন কুয়াশা। গত মঙ্গলবার থেকে শুরু হয় ঘন কুয়াশা।

বুধবার দুপুর ২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে বোরোর বীজতলায় কোল্ড ইনজুরি ও আলুতে লেট ব্লাইট ছড়িয়ে পড়ার আশঙ্কায় চাষিরা শঙ্কিত হয়ে পড়েছেন। তারা ফসল রক্ষায় নিয়মিত নানা প্রতিশেধক স্প্রে করছেন।

পবার বড়গাছীর নওদাপাড়ার আলুচাষি আলাউদ্দিন আহম্মেদ জানান, এবার তিনি ২ বিঘা জমিতে আলু আবাদ করেছেন। এখন পর্যন্ত আবাদ ভালো আছে। তার এলাকার অন্যান্য চাষিদের আবাদও ভালো আছে। তবে খারাপ আবহাওয়ার কারনে আলুর রোগ বালাই ছড়িয়ে পড়তে পারে। এ জন্য তারা জমিতে নিয়মিত বালাইনাশক স্প্রে করছেন।

এদিকে বোরো চাষিরা কুয়াশা থেকে বীজতলা রক্ষায় রাতের বেলা বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। আবার রোদ উঠলে পলিথিন সরিয়ে নিচ্ছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক উম্মে সালমা বলেন, চাষিরা এখন বোরোর বীজতলা ও আলু আবাদে ব্যস্ত। আবহাওয়া প্রতিকূল হলেও আবাদ এখন পর্যন্ত ভালো আছে। কোন এলাকা থেকে এখনও রোগ-বালাই ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। আবহাওয়া ঠিক হলে কোন সমস্যা হবে না। তাছাড়া কৃষি কর্মকর্তারা পাশে থেকে বোরো ও আলু চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে বোরোর বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার হেক্টর, আবাদ হয়েছে ৩ হাজার ৭শ’ হেক্টর। আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৫ হাজার হেক্টর। আবাদ হয়েছে ৩৭ হাজার ৯০০ হেক্টরে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি ও সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।