ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

জয়পুরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

  • আপডেট: Wednesday, January 22, 2025 - 7:25 pm

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে হত্যা মামলায় মাসুদ রানা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জয়পুরহাট জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার আক্কেলপুর উপজেলার নুরনগর কানচগাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানচগাড়ি গ্রামের সামছুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ওরফে খেলু তিলকপুর রেলস্টেশনে ফ্ল্যাক্সিলোড ও বিকাশের দোকান চালাতো। গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আশরাফুল রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও পায়নি। ৯ সেপ্টেম্বর ভোরে তিলকপুর এলাকার অঞ্জলি রানি পূজার ফুল সংগ্রহ করতে গিয়ে ধান খেতে মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই দেলোয়ার হোমেন বাদি হয়ে আক্কেলুপুর থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা জয়পুরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) জুলফিকার হায়দার ২৭ অক্টোবর মাসুদ রানার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মোবাইল ফোনের সূত্রধরে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মাসুদ রানা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিপি শাহনুর রহমান শাহিন বলেন, আশরাফুল ইসলাম আসামি মাসুদ রানার রানার কাছে ৪ হাজার টাকা পেত।

এ টাকা চাওয়ায় আসামি মাসুদ রানা, আশরাফুলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করে বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। আসামি মাসুদ রানা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর পুলিশি পাহারায় তাকে জয়পুরহাট জেলা কারাগারে নেয়া হয়েছে।