ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১:৪৪ অপরাহ্ন

আত্রাইয়ে হাতুড়ি পেটায় আহত শ্রমিকের মৃত্যু

  • আপডেট: Wednesday, January 22, 2025 - 7:10 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ধান রোপণকে কেন্দ্র করে মারপিটে আহত কৃষি শ্রমিক আবু বক্কর সিদ্দিক (৩৮) মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত সোমবার সন্ধায় সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরতর জখম করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিক উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের মোবারক আলীর ছেলে।

আবু বক্কর সিদ্দিকের স্ত্রী বিউটি বিবি বলেন, তার স্বামী কৃষি শ্রমিক হিসেবে মাঠে ধান রোপণের কাজ করতেন। একই গ্রামের সিরাজুল ইসলাম নামে কৃষি শ্রমিক আরেক দলে কাজ করতেন। মাঠে ধান রোপণের কাজ করার সময় স্বামী আবু বক্কর সিদ্দিক ভালো করে ধান রোপণ করছেন না এমনটি নিয়ে সিরাজুল ইসলাম-আবু বক্কর সিদ্দিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরেন।

গত সোমবার সন্ধায় আবু বক্কর সিদ্দিক গ্রামের চা-স্টলে চা পান করার সময় সিরাজুল এবং তার শ্যালক ফরিদ উদ্দীন এ ঘটনার জের ধরে সিদ্দিকের সাথে আবারো কথা কাটা-কাটির এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিককে মারপিট ও হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করেন। এসময় স্থানীয় লোকজন সিদ্দিককে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করান।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধায় মারা যান সিদ্দিক। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সিদ্দিকের স্ত্রী বিউটি বিবি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, আবু বক্কর সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিকের মা জমিলা বিবি বাদী হয়ে গত মঙ্গলবার রাতেই এই মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।