ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ৪:০২ পূর্বাহ্ন

রাজশাহী নার্সিং কলেজে তালা ঝুলিয়ে ১২ দফা দাবিতে বিক্ষোভ

  • আপডেট: Monday, January 20, 2025 - 9:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়েজুর রহমানের অপসারণের দাবিসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

সোমবার সকাল থেকে আবারও শিক্ষার্থীরা রাজশাহী নার্সিং কলেজের মেইনগেট, একাডেমি ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাস চত্ত্বরে বিক্ষোভ করতে থাকে। প্রশাসনিক ভবনের ভিতরে প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা ও ক্যাশিয়ার মাহিদুল ইসলাম অবরুদ্ধ হয়ে থাকেন। বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এই দুইজন কর্মকর্তা অবরুদ্ধ হয়ে ছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজের অধ্যক্ষ দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী ও আওয়ামীদোসর। অধ্যক্ষর এমন অনৈতিক ও দুর্নীতিমূলক কার্যকলাপের জন্য কলেজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাঁর দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের প্রতি বিরূপ আচরণ প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও অবকাঠামগত উন্নয়নকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। যার ফলে প্রতিষ্ঠানের সুনাম এবং ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে। অধ্যক্ষের অপশাসনের ফলে শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিকভাবে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে।

অধ্যক্ষের অপসারণসহ ১২ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে ১৭ই জুলাই থেকেই আওয়ামীদোসর অধ্যক্ষ ফয়েজুর রহমান রাজশাহী নার্সিং কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে হেনস্তা করেছেন।

৫ই আগস্টের পর থেকেই তিনি আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছেন। শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আওয়ামী লীগের নেত্রী পালিয়ে যাওয়ার পরেও তার প্রেতাত্মারা আজও আমাদের সাধারণ শিক্ষার্থীদের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা রাজশাহী নার্সিং কলেজের দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী ও আওয়ামীদোসর অধ্যক্ষের পদত্যাগের দাবিতে একদফা দাবি ঘোষণা করছি।

এ বিষয়ে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়েজুর রহমান বলেন, শিক্ষার্থীরা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে। আমার সব কাজের স্বচ্ছতা রয়েছে। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সরকারের দাস। গভর্নমেন্ট আমাকে যখন যেখানে দেবে, আমি তখন সেখানে থাকব।