সাপাহারে কৃতী শিক্ষার্থীরা পেলেন সংবর্ধনা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গতকাল সাপাহারে, সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষায় জিপিএ-৫ ও ৫৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেড-এ বৃত্তি লাভ করায় ও অত্র স্কুলের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার বেলা ১১টায় সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলের সামনের মঞ্চ এ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘির হাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক,সাবেক ইউপি চেয়ারম্যান ও দীঘির হাট কলেজের সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান মুকুল প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম, সার্বিক তত্বাবধানে ছিলেন সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাংবাদিক গোলাপ খন্দকার, সহকারী পরিচালক আম্বিয়া খাতুন।
২০২৪ সালে সাপাহার, পোরশা, ধামইরহাট ও পত্নীতলা উপজেলার সরকারি, বেসরকারি প্রাথমিক ও কেজি স্কুলের ৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষার্থীদের সনদ, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ দেয়া হয়।
বার্ষিক পরীক্ষার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, যারা সেরা ৫ জনে রয়েছে, তাদের ১২ মাস বৃত্তির টাকা প্রদান করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের অভিভাবক ছাত্র-ছাত্রীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।