ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

  • আপডেট: Monday, January 20, 2025 - 8:32 pm

স্টাফ রিপোর্টার: ‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেবো’ এ প্রতিপাদ্যে সারাদেশের মতো রাজশাহী বিভাগেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের এ কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এসময় ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, ভোটার হতে অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, পরিবারের যে কারো এনআইডির ফটোকপি, এসএসসি বা সমমান অথবা প্রযোজ্যক্ষেত্রে অষ্টম শ্রেণি পাসের সনদের কপি, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধের কপি লাগবে। ভোটার তালিকায় নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে।

স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোন অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। এর আগে বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি যেতে দেখা গেছে। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে-এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করছেন তারা।

রাজশাহীর বিবি হিন্দু একাডেমির শিক্ষকদের সোমবার সকালে রাজশাহী নগরীর সাগরপাড়া, টিকাপাড়া এলাকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদপড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে দেখা গেছে।

তথ্য সংগ্রহকারী ও সহকারী শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন, সকাল ৮টা থেকেই ভোটার হালনাগাদের কাজ শুরু করে দিয়েছি। আগামী ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে আশা করা যায় আমরা কাজ শেষ করব।

সংশ্লিষ্টরা জানান, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা। আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।