ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ন

বাগমারার সাবেক এমপি এনামুলের পিএস আতাউর আটক

  • আপডেট: Monday, January 20, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানকে (৩৯) নাটোর রেলস্টেশন থেকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার হাত থেকে উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা ও নিয়োগ–বাণিজ্যের অভিযোগ রয়েছে।

তিনি বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সমাসপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আতাউর আজ বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানে উপস্থিত কেউ কেউ তাঁকে চিনতে পারেন। পরে জনতা তাঁকে ধরে আটকে রাখেন।

তাঁর পরিচয় যাচাই করে নিশ্চিত হন। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার হাত থেকে উদ্ধার করে।

স্থানীয় লোকজনের অভিযোগ, এনামুল হক সংসদ সদস্য থাকা অবস্থায় আতাউরের বিরুদ্ধে নিয়োগ–বাণিজ্য, টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পসহ সরকারি অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। তিনি গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

তবে আতাউরের শ্বশুর নাসির আলী জানান, তাঁর জামাতা আতাউর রহমান রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় থাকতেন। রোববার রাজশাহী শহরে এসেছিলেন। গতকাল রাজশাহী থেকে ট্রেনযোগে নাটোরে পৌঁছালে একদল যুবক তাঁকে আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ আতাউর রহমানকে উদ্ধার করে থানায় আনার জন্য নাটোরে পৌঁছেছে। তাঁর বিরুদ্ধে ৫ আগস্ট যুবদল নেতাকে মারধর, গুলি করা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।