ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১২:৫৬ পূর্বাহ্ন

নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

  • আপডেট: Monday, January 20, 2025 - 7:55 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাছ চোর সন্দেহে মো. আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

গত রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় একটি পুকুর পাড়ে গণপিটুনির শিকার হন তিনি। নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মনোয়ার জাহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে

আব্দুল মান্নানসহ কয়েকজন কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকার একটি পুকুরে মাছ শিকার করছিলেন। টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আব্দুল মান্নানকে ধরে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।

এসময় আব্দুল মান্নানের সঙ্গীরা পালিয়ে যান। পরে খবর পেয়ে পুকুরের মালিক রামশারকাজীপুর গ্রামের আফজাল ও জাহিদও ঘটনাস্থলে আসেন। আফজাল-জাহিদ এ পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পরে তারা ঘটনাস্থল থেকে আব্দুল মান্নানকে তুলে নিয়ে গিয়ে আবার মারধর করেন।

এ অবস্থায় তাকে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন তারা। পরে ওই ইউপি সদস্য আব্দুল মান্নানকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাতেই স্বজনরা আব্দুল মান্নানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলেও জানান ওসি।