ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ১:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত নিয়ে প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়

  • আপডেট: Monday, January 20, 2025 - 9:00 pm

সোনালী ডেস্ক: সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বার্তায় এতথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি।

বাংলাদেশ বিশ্বাস করে যে, সীমান্তে শান্তি বজায় রাখতে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা দেখা দেয়। গত শনিবার উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরনগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়।

ওইদিন বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তখন ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ উঠেছে।