ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ৩:৪৭ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাদের নামে মামলা, তদন্তে পিবিআই

  • আপডেট: Monday, January 20, 2025 - 7:00 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় জোর করে পুকুরের মাছ ধরে নেয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ ৫৫ জনের নামে করা মামলার তদন্তভার দেয়া হয়েছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এর আগে একই মামলার তদন্ত প্রতিবেদনে মূল আসামিদের অব্যাহতি দেয় থানা পুলিশ।

বাদী রাশিদা সুলতানার নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার তাড়াশ আমলি আদালতের বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলায় মধ্যে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০/২৫ জনকে।

রোববার সিরাজগঞ্জ পিবিআইয়ের মুন্সিখানার দায়িত্ব প্রাপ্ত কনস্টেবল লিমা খাতুন বলেন, বৃহস্পতিবার আদালত থেকে মামলার কাগজপত্র আমাদের হাতে এসেছে। পিবিআই পরিদর্শক (প্রশাসন) ফায়েজুর রহমান বলেন, মামলাটির তদন্ত শুরু করেছি।

মামলা সূত্রে জানা যায়, বাদী একই উপজেলার জাহাঙ্গীরগাঁতী গ্রামের রাশিদা সুলতানা নিজ বাড়ির আশপাশে ৪০ বিঘা আয়তনের ১০টি পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।

গত ৭ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, আফসার আলীর ছেলে সাইদুর রহমান এবং তাদের লোকজন বাদী ও তার বোনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় পরদিন দেশিয় অস্ত্র নিয়ে বাদীর পুকুর পাড়ে এসে মাছ ধরার উদ্যোগ নেন তারা।

বাদী বাধা দিলে আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় ৮, ৯ ও ১০ আগস্ট তিনদিন জোর করে পুকুর থেকে মোট ২২২ মণ মাছ মেরে নিয়ে যান তারা। মেরে নেয়া মাছের দাম প্রায় ২০ লাখ টাকা।

এ বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, মামলার বাদী যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। তদন্তে তা প্রমাণ হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, বাদীর অভিযোগ সত্য না। ভুয়া কথা। আমরা যা তদন্তে পেয়েছি, তাই দিয়েছি।