ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৭:১৫ অপরাহ্ন

উল্লাপাড়ায় কলেজ ছাত্রী ৩ দিন ধরে নিখোঁজ

  • আপডেট: Monday, January 20, 2025 - 7:10 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় পাঙ্গাসীস জাতীয় তরুণ সংঘ কলেজের ছাত্রী তমা খাতুন (১৯) ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকোলা পূর্ব পাড়া গ্রামের রহমত আলীর মেয়ে।

তমার বাবা রহমত আলী জানান, গত বৃহস্পতিবার তমা সকালে বাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হবার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ নিয়েও তমার সন্ধ্যান পাওয়া যায়নি।

অবশেষে গত শুক্রবার রাতে রহমত আলী উল্লাপাড়া মডেল থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বিষয়টি তারা অবহিত হবার পর থেকেই তাকে উদ্ধার অভিযানে মাঠে নেমেছে পুলিশ।