ঢাকা | জানুয়ারী ২০, ২০২৫ - ৩:৫২ পূর্বাহ্ন

পার্বতীপুরে অজ্ঞান করে চুরির কৌশলে ব্যর্থ চোরচক্র

  • আপডেট: Sunday, January 19, 2025 - 5:00 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বাড়ি লোকজনকে অভিনব কৌশলে অজ্ঞান করে গভীর রাতে বাড়ি চুরি করতে গিয়ে ব্যার্থ হয়েছে চোর চক্র। জানা যায়, গত শনিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার হরিরামপুর ইউনিয়নে দলাইকোটা হাজীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য সাইদার রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে।

সকলে রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার সময় পাশের বাড়ির ছোট ভাইয়ের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে উঠলে অন্য বাড়ি ভিতরে শব্দ পেলে চিৎকার দিয়ে ওঠে।

তখন পার্শ্ববর্তী বাড়ির লোকজন চিৎকার করে উঠে আসলে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। চোররা যাওয়ার সময় খড়ের পুঞ্জে আগুন লাগায়। আগুন দেখে গ্রামের লোকজন এগিয়ে আসে আগুন নেভানোর চেষ্টা করে।

পরে পার্বতীপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। গ্রামের লোকজন বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে সব দরজার বাহিরে সিটকিনি লাগানো। অতপর দরজা খুলে সকলকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।

অজ্ঞান হওয়া লোকজন হলেন, বাড়ির মালিক সাবেক ইউপি সদস্য সাইদার রহমান (৫৫) ও তার স্ত্রী উত্তরা প্রভাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানারা বেগম (৪০) সহ তার বাড়িতে আসা আত্মীয় শাহানারার ভাইয়ের স্ত্রী নুর জাহান (৩৫), তার মেয়ে শ্রাবনী (১৬), অন্যান্য আত্মীয় নারগীছ (৪০), রাইয়ান (২৫), মঞ্জুয়ারা (৬০), শিশু ফাতেমাতুজ্জোহরা (৭), মুসফিকা মাহি (১৭), মারিয়া খাতুন (১২) ও সাইদারের খালা মোছাঃ আনিছা খাতুন (৬৭)।

সকাল হলে তাদের কিছুটা চেতনা ফিরে আসে। কিন্তু সকলকে অসুস্থ্য অবস্থায় রোববার সকাল ৯ টার দিকে চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অজ্ঞান হওয়া অসুস্থ্য আত্মীয় স্বজনদের বাড়ি ফুলবাড়ী উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামে।

বাড়ির মালিক সাইদার রহমান কিছুটা চেতানা ফেরা অবস্থায় জানান, আমি অজ্ঞান হয়েছিলাম, কিছু বলতে পারিনা। তবে তার বাড়িতে পূর্বের রাতে যে লবন দিয়ে রান্না করা হয়েছিল তার রং সবুজ হয়ে গেছে বলে জানান তার স্ত্রী শাহানারা খাতুন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ও মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই উজ্জ্বল তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হন । ওসি আব্দুস সালাম জানান, বাড়ির লোকজন অজ্ঞান হওয়া, চোর ঢুকা এবং আগুন লাগা বিষয়টি বড় জটিল। বাড়ির মালিক সাইদার রহমান সুস্থ হয়ে আসলে তার কাছে বিস্তারিত শুনে তথ্য পাওয়া যাবে।