ককটেল বিস্ফোরণের ঘটনায় বাঘায় ৩১২ জনের নামে মামলা
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সাবেক পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজসহ ৩১২ জনের নামে উপজেলা বিএনপির আহবায়কের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়েছে।
গত শনিবার রাতে উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু বাদী হয়ে এ মামলায় ১১২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করা হয়েছে। ফকরুল হাসান বাবুল পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এবং কিশোরপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামে পুরাতন বাড়িতে ফকরুল হাসান বাবলু ও তার ভাই লাবু হোসেন, মিঠু হোসেন পরিবার নিয়ে বসবাস করে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বাড়ির মধ্যে দুইটি ও বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। বাড়ির লোকজন বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে এসে দেখেন আলো আধারে মধ্যে কিছু লোকজন ককটেল বিস্ফোরণ করে বাড়ির দক্ষিণ দিকে চলে যায়।
পরে কিছু লোকজন এগিয়ে গেলেও তাদের আর পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পরে নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি।
কিন্তু অতি উৎসাহী কিছু আওয়ামী লীগের নেতামর্কীরা নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে। অতি উৎসাহী হয়ে তারা এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য রাতের আঁধারে এমন কান্ড ঘটিয়েছে।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মন্ডল বলেন, এ বিষয়ে ৩১২ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজকে প্রধান আসামি করা হয়েছে।
এ মামলায় ১১২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।