ঢাকা | জানুয়ারী ২০, ২০২৫ - ১:৪০ পূর্বাহ্ন

জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: Sunday, January 19, 2025 - 8:00 pm

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় ট্রাকচাপায় মো. হৃদয় হোসেন (২৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। নিহত হৃদয় জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের তেরগাতি গ্রামের বাসিন্দা বাবু মিয়ার ছেলে।

আটক ট্রাক চালকের নাম হেলাল উদ্দিন (৫৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চাবনা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। চাপা দেওয়া ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।