ঢাকা | মে ১, ২০২৫ - ৫:০৫ পূর্বাহ্ন

নাটোরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Saturday, January 18, 2025 - 7:39 pm

নাটোর প্রতিনিধি: নাটোরে পঞ্চম শ্রেণীর ক্ষুদ্র-নৃগোষ্ঠী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল এগারোটায় নাটোর পুরান বাসস্ট্যান্ড কানাইখালি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ, নাটোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নরেশ চন্দ্র উরাও।

বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নগেন চন্দ্র রায়, বাংলাদেশ মহিলা পরিষদ, নাটোরের সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভীন।

এছাড়াও বক্তব্য দেন- জামেনা বেগম, আহবায়ক জেন্ডার সহিংসতা ও প্রতিরোধ কমিটি লালপুর, হাবিবুর রহমান, সভাপতি, ভূমিহীন আঞ্চলিক কমিটি বাগাতিপাড়া, শিরীষ পাহাড়ি, সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ লালপুর উপজেলা শাখা, জাহাঙ্গীর আলম, মানবাধিকার কর্মী ও সমন্বয়ক নিজেরা করি লালপুর বাগাতিপাড়া, প্রভাতী বসাক, সভাপতি, নাটোর এনজিও এসোসিয়েশন, লিটন কুমার এক্কা, সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ, নলডাঙ্গা উপজেলা শাখা, লাজারুশ বিশ্বাস সভাপতি, শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখা, জন বেসরা, সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ বাগাতিপাড়া উপজেলা শাখা, জাদু কুমার দাস, আহবায়ক, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি, সদস্য সচীব শ্যামলাল তেলী প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS