ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

পোরশায় বিএনপি নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট: Friday, January 17, 2025 - 7:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা ঘটনায় করা মামলার ১৪ নং আসামি একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাদশাকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ। সে খোর্দগানইর গ্রামের সাইদুরের ছেলে।

বৃহস্পতিবার উপজেলার গানইর ফরেস্ট এলাকা থেকে আটক করে গতকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ জানুয়ারি নিতপুর রনশদা বীল এলাকায় জমিজমা সংক্রান্ত এক বিরোধে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান মারা যায়।

এর পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা মাইদুরের ছোটভাই ওবাইদুর রহমান ১৫ জানুয়ারি ২১ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বাদশাকে আটক করা হয়। এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আব্দুর রহিম ও তার দুই ছেলে ইসমাইল এবং বারকাতুল্লা ভারতে পালিয়ে গেছে বলে তিনি জানান।

তবে অপর আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি বলেন। এছাড়াও মোকলেছ আলী (৩৬) নামে এক ওয়ারেন্টের আসামিকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ছাওড় ইউনিয়নের মড়লপাড়া গ্রাম থেকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।