ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৫ - ৮:০৭ পূর্বাহ্ন

ইসরাইলে ইয়েমেনের ১,২৫৫ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

  • আপডেট: Friday, January 17, 2025 - 9:19 pm

অনলাইন ডেস্ক: ইয়েমেনি বাহিনী সম্প্রতি ইসরাইলবিরোধী অভিযানে ১,২৫৫টি ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

শুক্রবার এক ভাষণে এসব তথ্য উল্লেখ করে ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর নেতা আবদুল-মালিক আল-হুথি জানিয়েছেন, গাজায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গণহত্যামূলক অভিযান শুধু তাদের ব্যর্থতাই ডেকে এনেছে।

একই সঙ্গে আল-হুথি গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘অবরুদ্ধ গাজায় কয়েক মাস ধরে চালানো ভয়াবহ অপরাধের পর দখলদার শত্রু ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে’।

এই চুক্তিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ব্যর্থতা উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্র গাজায় আক্রমণের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মার্কিন সহযোগিতায় ইসরাইল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর চেষ্টা করেছে এবং ৪,০৫০টির বেশি অপরাধ করেছে’।

আরব দেশগুলোর নীরবতা নিয়ে সমালোচনা

আল-হুথি এ সময় আরব ও ইসলামি দেশগুলোর নীরবতা ও নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন। তিনি বলেন, ‘গাজার জনগণের ওপর চালানো নিপীড়ন একটি স্পষ্ট বিষয়, যা অস্বীকার বা উপেক্ষা করা যায় না’।

ইয়েমেনি প্রতিরোধ

এ সময় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইসরাইলবিরোধী অভিযান সম্পর্কে আল-হুথি জানান, ‘আমরা ইসরাইলের বিরুদ্ধে ১,২৫৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছি। প্রাথমিক পর্যায়ে মার্কিন বিমানবাহী রণতরীগুলো যদিও কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়। তবে এখন তারা প্রতিরক্ষা করতে ব্যর্থ এবং পালিয়ে বেড়াচ্ছে’।

জাতিসংঘের প্রতি আহ্বান

আল-হুথি সেই সঙ্গে ইসরাইলকে বিশ্ব সংস্থার সদস্যপদ থেকে বহিষ্কার করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জাতিসংঘে ইসরাইলের উপস্থিতি ন্যায়বিচার থেকে অনেক দূরে’।

হামাসের প্রশংসা ও ইসরাইলের পরাজয়

আল-হুথি এ সময় হামাসের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, ইসরাইলের প্রচেষ্টা সত্ত্বেও গাজার প্রতিরোধ গোষ্ঠীকে ধ্বংস করতে পারেনি।

‘সব ধরনের অপরাধ, নিপীড়ন, ধ্বংস এবং হত্যার পরও ইসরাইল ও আমেরিকা কেবল ব্যর্থতাই অর্জন করেছে’, যোগ করেন তিনি। সূত্র: মেহের নিউজ