ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৫ - ৪:৫৯ পূর্বাহ্ন

রাবিতে ‘চিহ্ন’র রজতজয়ন্তী উৎসব আগামীকাল

  • আপডেট: Friday, January 17, 2025 - 8:49 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিটলম্যাগ ‘চিহ্ন’র ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন কবি জুলফিকার মতিন।

চিহ্ন’ প্রধান অধ্যাপক শহীদ ইকবাল জানান, পত্রিকাটির রজতজয়ন্তী উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই থাকবে প্রীতি সমাবেশ ও প্রাতঃরাশ।

এরপর দিনের প্রথম অধিবেশন শুরু হবে বেলা সাড়ে ১১টায়। দুপুর দেড়টা পর্যন্ত এ অধিবেশনে চলবে লেখকের গল্প।

দুপুর আড়াইটা থেকে শুরু হবে ‘কবিতার গল্প: মাটির আর রক্তের কর্কশ শব্দ’। বিকাল ৪টায় শুরু হবে ‘চিহ্নের ২৫ বছর: আর কতোটা দূর’ শীর্ষক তৃতীয় অধিবেশন।

উল্লেখ্য, ছোটকাগজের চেতনা নিয়ে ২০০১ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় প্রথম প্রকাশ হয় ‘চিহ্ন’।