ঢাকা | মে ৭, ২০২৫ - ৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

  • আপডেট: Friday, January 17, 2025 - 8:59 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করে ৪ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার শরানগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

শাজাহান আলী উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদীঘি গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পণ্ডিতপুকুর বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাদের পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, গলায় আঘাত থাকার কারণে ব্যবসায়ী শাজাহান আলী কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পণ্ডিতপুকুর বাজারে বিকাশের এজেন্টের ব্যবসা করেন। গতকাল রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শরানগাড়ী নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে রামদা দিয়ে গলা কাটার চেষ্টা করে।

এ সময় তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তারা শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, একটি রামদা ও ২০ হাজার টাকা উদ্ধার করে।

Hi-performance fast WordPress hosting by FireVPS