ঢাকা | মে ১৮, ২০২৫ - ২:৩১ পূর্বাহ্ন

পার্বতীপুরে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, January 17, 2025 - 7:45 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে খেলার প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

খেলার নির্ধারিত সময়ে ফুটবল কোচিং সেন্টার নীলফামারী ১-০ গোলে পোড়াদহ ওয়ান্ডারার্স ক্লাব কুষ্টিয়াকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্ট্রাইকার রাকিব।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত মাঠের জমিদাতা সাবেক অধ্যাপক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, সিঙ্গিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেতা আবু সালেহ।

পরিচালনায় ছিলেন বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির বৈদেশিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব হানিফ উদ্দীন প্রামানিকসহ উন্মুক্ত মাঠের জমিদাতা সকল সদস্যবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায় এবং খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের কৃতী সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রতিটি খেলার টিকিটের মূল্য নির্ধারিত ৩০ টাকা।

Hi-performance fast WordPress hosting by FireVPS