নিয়ামতপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে মানসসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রনজিৎ কুমার সিকদারকে চাকরি জনিত বিদায় সংবর্ধনা প্রধান করা হয়।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্রাথমিকের সকল শিক্ষক এ সভার আয়োজন করেন। জোনাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান বকুলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তৃতা করেন গয়েসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ভাদরন্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, একরামুল শাহ প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক নিশাদ বানু রত্না, সহকারী শিক্ষক রীনা খাতুন, তৈয়বুর রহমান, প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষকদেও আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।